পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রে আহমদ ছফার ‘ওঙ্কার’

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

আহমদ ছফা রচিত ‘ওঙ্কার’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ২৮ জানুয়ারি এটি অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কাজী হুমায়রা।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি তুষার চন্দ্র, সহসভাপতি সোনিয়া দীপ্তি, মানস প্রতিম মহন্ত, সাধারণ সম্পাদক নিগম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সিনথিয়া শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান, অর্থ সম্পাদক অভিষেক সরকার, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুরাইয়া জাহান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নিশাত তাসনিম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক খন্দকার ইশতিয়াক, ম্যাগাজিন সম্পাদক মহুয়া আক্তার, বইমেলা সম্পাদক অরূপ কুমার, কার্যনির্বাহী সদস্য, আবদুল কাদের, তানজিন জাহান, আছিয়া স্বর্ণা, ওয়ালিদ মাহমুদ ও রাইসা রাসমিন।