একুশে বইমেলায় দ্বিতীয় স্থান অর্জন করল কুষ্টিয়া বন্ধুসভা

বইমেলায় নিজেদের স্টলে পুরস্কার হাতে কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

ভাষার মাসে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি কলেজে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। পরে ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। দুটি মেলাতেই প্রথমা প্রকাশনের সহযোগিতায় স্টল দিয়ে অংশগ্রহণ করে কুষ্টিয়া বন্ধুসভা।

কুষ্টিয়া বন্ধুসভার স্টলে পাঠকের ভিড়
ছবি: বন্ধুসভা

সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলের দায়িত্ব পালন করেন বন্ধুরা। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, লেখক, পাঠকসহ সমাজের বিভিন্ন সুধীজন কুষ্টিয়া বন্ধুসভার স্টল থেকে বই কেনেন ও পরিদর্শন করেন। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের নতুন উপন্যাস ‘কখনো আমার মাকে’। প্রতিটি বইয়ের সঙ্গে কুষ্টিয়া বন্ধুসভার পক্ষ থেকে একটি করে কলম উপহার দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের বইমেলায় বই বিক্রি এবং সেরা আয়োজকের দিক থেকে কুষ্টিয়া বন্ধুসভা ও প্রথমা প্রকাশন দ্বিতীয় স্থান অর্জন করে। কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অর্নব ও যুগ্ম সাধারণ সম্পাদক ঊষার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা