বসন্তবরণে পিঠা উৎসব

ঘরোয়া পরিবেশে পিঠা খাওয়ার আয়োজন
ছবি: বন্ধুসভা

শীতের আমেজ এখনো শেষ না হলেও প্রকৃতিতে ঠিকই বসন্ত চলে এসেছে। জামালপুর বন্ধুসভার বন্ধুরা তাই বসন্তকে বরণ করে নেওয়ার পাশাপাশি গ্রামীণ পিঠা উৎসবেরও আয়োজন করেছেন। গতকাল বুধবার বিকেলে জামালপুর বন্ধুসভার সভাপতি সিফাত আবদুল্লাহর বাসার ছাদে ঘরোয়া পরিবেশে এটি অনুষ্ঠিত হয়।

উৎসবের আমেজ বাড়িয়ে দিতে হরেক রকমের মজার পিঠা খাওয়ার পাশাপাশি ছিল আড্ডা, গান এবং বসন্তের সাজে ছবি তোলার ব্যবস্থা। বন্ধুরা নিজ নিজ বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে আসেন।

উৎসবের আমেজে সবাই
ছবি: বন্ধুসভা

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুল আজিজ। উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা মহসিন কাঁকন। শহরের পরিবেশে গ্রামীণ এই পিঠা আয়োজন কিছু সময়ের জন্য বন্ধুদের মনে অন্য রকম অনুভূতির সৃষ্টি করে।

সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা পিঠা উৎসব আয়োজন করেছি। এবার ছোট পরিসরে হলেও বন্ধুদের মধ্যে পিঠা উৎসবের ঐতিহ্য ধরে রাখা আমাদের অন্যতম উদ্দেশ্য।’

পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম, সভাপতি সিফাত আবদুল্লাহ, সহসভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, অর্থ সম্পাদক অন্তরা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, বইমেলা সম্পাদক রুবেল হাসানসহ অন্য বন্ধুরা।

তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, জামালপুর বন্ধুসভা