ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

গাছের চারা রোপণ করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ বাঁচাই, গাছ লাগাই’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁও বন্ধুসভা বৃক্ষরোপণ করেছে। ৫ আগস্ট জেলা শহরের টাঙন ব্রিজের পশ্চিম প্রান্তের একটি আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০টি চারা রোপণ করে তারা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও বন্ধুসভার সহসভাপতি ফরহাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বন্ধু নুসরাত জাহান, এন্তাজ, রাদ শাহামাদ, রোজা, হাসি, শিহাব, পিয়ালসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ‘আমরা ৫০টি গাছের চারা রোপণের মাধ্যমে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আরও বৃক্ষ রোপণ করা হবে। বন্ধুসভার উদ্যোগে সম্মিলিতভাবে এসব গাছ লাগাব।’

বন্ধুদের রোপণ করা বৃক্ষ
ছবি: বন্ধুসভা

সহসভাপতি ফরহাদুল ইসলাম বলেন, ‘আমরা সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। বন্ধুসভার বন্ধুরাও প্রত্যেকে নিজেদের বাসায় তিনটি করে বৃক্ষ রোপণ করবেন।’

সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও বন্ধুসভা