শিশুদের ঈদের নতুন জামা উপহার দিল নওগাঁ বন্ধুসভা

নওগাঁ বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

অসচ্ছল ও দরিদ্র পরিবারের ৩০ শিশুকে নতুন পোশাক উপহার দিয়েছে নওগাঁ বন্ধুসভা। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ২৬ মার্চ বিকেলে শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সামনে মুক্তমঞ্চ চত্বরে রঙিন জামা উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেন বন্ধুরা।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের আওতায় নওগাঁ বন্ধুসভার বন্ধুরা নিজেদের টাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ডি এম আবদুল বারী, বেলায়েত হোসেন, সিরাজুল ইসলাম, সভাপতি রাবেয়া আফরোজ, সাধারণ সম্পাদক ওছিম উদ্দিন, সহসভাপতি সানম সাব্বির, এলমা খাতুন লোটাস, সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন, অর্থ সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক আসমা আক্তারসহ অন্য বন্ধুরা।

সভাপতি রাবেয়া আফরোজ জানান, তাঁরা প্রতিবছর অসচ্ছল ও দরিদ্র পরিবারের শিশুদের ঈদের উপহার হিসেবে রঙিন জামা উপহার দিয়ে থাকেন। পাশাপাশি ঈদের দিনের জন্য সেমাই, চিনি, ময়দা ও দুধ কিছু পরিবারকে দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার নওগাঁ বন্ধুসভার বন্ধুরা নিজেরা অর্থ সহযোগিতা করে সুবিধাবঞ্চিত ৩০টি শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দিলেন।

সহসভাপতি, নওগাঁ বন্ধুসভা