শীতের সন্ধ্যায় তাদের জন্য পিঠার আয়োজন

শিশুদের সঙ্গে পিঠা খাওয়ার আনন্দ ভাগাভাগি করেন সিলেট বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

কনকনে শীতের সন্ধ্যা। এমন সময় যদি পিঠা পাওয়া যায়, তাহলে কেমন হয়? এমনই ভাবনা নিয়ে সিলেট বন্ধুসভা আয়োজন করল সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষদের নিয়ে পিঠা উৎসব। ১৭ জানুয়ারি নগরের ঐতিহাসিক কিনব্রিজের চাঁদনি ঘাটে এটি অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব বাঙালির ঐতিহ্যের প্রতীক। আর সিলেটের কিনব্রিজে অনুষ্ঠিত উৎসব এই ঐতিহ্যকে নতুন মাত্রায় তুলে ধরে। সুরমা নদীর ওপর দাঁড়িয়ে থাকা কিনব্রিজ সিলেটের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। অর্ধশতাধিক পথশিশু ও শ্রমজীবী মানুষদের সঙ্গে নিয়ে পিঠা উৎসব করেন বন্ধুরা।

শ্রমজীবী মানুষদেরও পিঠা উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

উৎসবে অংশ নেওয়া শিশু তাসনিয়া বলে, ‘আম্মু সারা দিন বাইরে কাম করে, পিঠা খাওয়ার সময় পাই না। মানুষরে দেখি পিঠা খায়, মজা করে, আমি খাইতে পারি না।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার বন্ধু দেব রায় সৌমেন, অনুপমা দাস, পিয়াস সরকার, শ্রেয়ান ঘোষ, ফয়সাল আহমেদ, কিশোর দাশ, নাহিয়ান রাহমান, মাজেদুল ইসলাম, জয় তালুকদার, প্রণব চৌধুরী, জুনায়েদ আহমেদ, জয়শ্রী রানী মোহন্ত, সাজন বিশ্বাস, কৃত্য ছত্রী, প্রত্যাশা তালুকদার, অনিক সেনসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি দেব রায় সৌমেন বলেন, ‘পিঠা উৎসব কেবল বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্যই নয়, বরং এটি একে অপরের সঙ্গে ভালোবাসা ও সম্পর্কের বন্ধনকে আরও গভীর করে।’

যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বন্ধুসভা