‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে নীলফামারী বন্ধুসভা। ৩১ জুলাই বিকেলে জেলা শহরের মরালসংঘ ক্লাব চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে আলিয়া মাদ্রাসা চত্বর, কালিতলা উচ্চবিদ্যালয় চত্বরসহ বিভিন্ন বাসাবাড়িতে গাছের চারা রোপণ করেন বন্ধুরা। মরালসংঘ মোড়ে চায়ের দোকান, রিকশাচালক ও পথচারীদের মধ্যে কিছু চারা বিতরণ করা হয়। এর আগে বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন প্রজাতির ৩০০টি গাছের চারা সংগ্রহ করেন।
কর্মসূচিতে অংশ নেন নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফজলে হক, ব্যবসায়ী আবদুস সাত্তার, প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, বন্ধুসভার উপদেষ্টা সুধির রায়, সভাপতি নিপুন রায়, সহসভাপতি রুবি আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফ ফয়সাল, সাংবাদিক ভুবন রায়, বিজয় চক্রবর্তী, মোশাররফ হোসেন প্রমুখ।