‘শিশুদের খুশিতেই আমাদের সার্থকতা’

কুমিল্লা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

যা কিছু ভালো, তার সাথে প্রথম আলো। এই ভালো কাজের অংশ হিসেবে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে কুমিল্লা বন্ধুসভা।

৮ এপ্রিল বিকেলে কর্মসূচির আওতায় ২৫ শিশুকে রঙিন জামা উপহার দেওয়া হয়। ৬ বছর বয়সী ইমরান জামা হাতে নিয়ে দেখছিল কেমন সুন্দর! আলিফা ইসলাম (৮) জামা হাতে পেয়ে সঙ্গে সঙ্গে পরে উচ্ছ্বাস প্রকাশ করে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মাহাবুবা আক্তার (৫) ও রিজওয়ান হোসেন (৮) জামা হাতে পেয়ে খুশিতে আত্মহারা।

কুমিল্লা জেলার প্রত্যয় উন্নয়ন সংস্থার কার্যালয়ে এগুলো বিতরণ করেন বন্ধুরা। এ সময় বন্ধুসভার নানা কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য দেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং বন্ধুসভার উপদেষ্টা মাহমুদা আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, বন্ধুসভার সাবেক সভাপতি রোকেয়া শেফালী, বর্তমান সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার, বইমেলা সম্পাদক জুয়েল রানা, প্রথম আলো কুমিল্লার ফটো সাংবাদিক এম সাদেকসহ প্রত্যয় উন্নয়ন সংস্থার সদস্যরা।

কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার বলেন, ‘বন্ধুসভা সব সময় মানবিক কাজ করে থাকে। কোমলমতি শিশুদের খুশিতেই আমাদের সার্থকতা। প্রতিবছর শিশুদের আমরা রঙিন নতুন জামা দিয়ে থাকি।’

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা