বাঙালির জীবন সংগ্রামের চিত্র ‘সূর্য তুমি সাথী’

পাঠের আসরে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

হাজার বছর ধরে চলে আসা বাঙালির জীবন সংগ্রামের চিত্র আহমদ ছফার ‘সূর্য তুমি সাথী’ উপন্যাসটি। এতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে উঠে এসেছে প্রকৃতি, আবহমান কাল ধরে চলা বাঙালির ধর্মবিশ্বাস ও জীবনাচার।

৫ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাদুঘর প্রাঙ্গণে বইটি নিয়ে পাঠের আসর করেছে চবি বন্ধুসভা। এটি তাদের ১১তম পাঠচক্র।

বইটির নামকরণের প্রেক্ষাপট দিয়ে শুরু করে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন বন্ধু মাহফুজুর রহমান। এরপর পুরো উপন্যাসের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন মোকাররম হোসাইন।

ষাটের দশকে রচিত অত্যন্ত শৈল্পিক এই উপন্যাস নিয়ে আয়োজিত পাঠের আসরে আলোচনায় উঠে আসে সাম্প্রদায়িক কারণে শোষণ-বঞ্চনার শিকার হওয়া কেন্দ্রীয় চরিত্রের নানা অসহায়ত্ব, দুর্বলের ওপর সবলের অত্যচার এবং একপর্যায়ে প্রতিবাদী কণ্ঠস্বর।

শেষ মুহূর্তে পাঠ পর্যালোচনার আলোকে তাৎক্ষণিক কুইজের সঠিক উত্তর দেন কার্যকরী সদস্য তানজিফা তুরিন এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক বর্ণিক বৈশ্য। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাঈদ তানভীর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তাছমিনা খানম, শামীমা ইসলাম, কার্যকরী সদস্য ইখলাস, সাঈদ নাঈম, বন্ধু সোহাগী আজাদ, কীর্তিমান চাকমা, পিংকী রানীসহ অন্য বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা