২৮০০ চারাগাছ রোপণ ও বিতরণ করল পাবনা বন্ধুসভা

পাবনার মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাবনা বন্ধুসভার উদ্যোগে চারাগাছ বিতরণছবি: হাসান মাহমুদ

‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে পাবনা বন্ধুসভা। গত এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ওষধিগাছের বিভিন্ন প্রজাতির ১৮০০ চারা বিতরণ করেছেন বন্ধুরা। পাশাপাশি প্রায় ১০০০ গাছের চারা পাবনা বন্ধুসভার সদস্যরা রোপণ করেছেন এবং এখনো কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে গত এক মাসে ৩১৩টি চারা রোপণ করে ‘বৃক্ষপ্রেমী বন্ধু’ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঁধন।

শিক্ষার্থীরা নিজ হাতে চারাগাছ রোপণ করছে
ছবি: বন্ধুসভা

বন্ধুরা জানান, মাসব্যাপী এই কর্মসূচি চলবে। কার্যক্রমে সহযোগিতা করেছে এবিসি কোচিং সেন্টার, বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যরা।

পাবনা বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর সমন্বয়ক হিসেবে কাজ করছেন সভাপতি নাহিদুজ্জামান নাহিদ এবং তত্ত্বাবধান করছেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, বন্ধু সোহানুর রহমান, কৌমুদি সাদিক, মিতুসি, মোহাম্মদ বাঁধন, আবু সোলাইমান, শেখ সাবা, নিশাত তাসনিম, নুসরাত জাহানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পাবনা বন্ধুসভা