ভাষাশহীদদের প্রতি সরিষাবাড়ী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

উপজেলা প্রাঙ্গণের শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সরিষাবাড়ী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলিছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জামালপুরের সরিষাবাড়ী বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি উপজেলা প্রাঙ্গণের শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন নবগঠিত কমিটির সদস্যরা। আলোচনায় অংশ নেন সভাপতি মোস্তফা আমির, সহসভাপতি শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শিমু, অর্থ সম্পাদক খায়রুল রাফি, সাংস্কৃতিক সম্পাদক পরশিয়া ও প্রচার সম্পাদক নাহীদ তরফদার।

নবগঠিত কমিটির বন্ধুরা আবারও পূর্ণ উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বন্ধুসভার এই নবযাত্রা আগামীর পথচলায় নতুন উদ্দীপনা জোগাবে বলে তাঁরা আশাবাদী।

যুগ্ম সাধারণ সম্পাদক, সরিষাবাড়ী বন্ধুসভা