সারা দেশের বন্ধুসভার কার্যক্রম

বার্ষিক ম্যাগাজিন জৈত্র র প্রকাশনা উৎসব শেষে অতিথিদের সঙ্গে খুলনা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সিলেট: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস নিয়ে ১৯ জানুয়ারি প্রথম আলোর সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে পাঠচক্র করে সিলেট বন্ধুসভা।

ঝিনাইদহ: জেলা শহরের অদূরে দক্ষিণ-পূর্ব দিকে মুরারিদহ গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক ‘মিয়ার দালান’ স্থাপনায় ১৯ জানুয়ারি ঝিনাইদহ বন্ধুসভা আয়োজন করে বন্ধুমেলা।

কেরানীগঞ্জ: ১৯ জানুয়ারি সন্ধ্যায় কেরানীগঞ্জ বন্ধুসভার নবগঠিত কমিটির পরিচিতি সভায় বন্ধুরা ‘বাল্যবিবাহ সামাজিক ব্যাধি, সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধ করি’ স্লোগানে শপথবাক্য পাঠ করেন।

নোয়াখালী: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প ‘দর্পচূর্ণ’ নিয়ে ১৬ জানুয়ারি নোয়াখালী বন্ধুসভা অনলাইন গুগল মিট অ্যাপে পাঠচক্রের আয়োজন করে। এর আগে ১২ জানুয়ারি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত বছরের দ্বিতীয় পাঠচক্রের বিষয় ছিল সাহিত্যিক সত্যেন সেনের মসলার যুদ্ধ বইটি।

ড্যাফোডিল বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ
ছবি: অদিত আল নাফিউ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: ১৮ জানুয়ারি সাভার উপজেলার আশুলিয়া ও আশপাশের এলাকায় শীতে িবপর্যস্ত ও দুস্থ মানুষের মধ্যে কম্বল, ভ্যাসলিন ও বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করে ড্যাফোডিল বন্ধুসভা।

চীন: চীন বন্ধুসভার উদ্যোগে ১৭ জানুয়ারি দেশের গাইবান্ধা সদর থানার বল্লমঝার ইউনিয়নের একটি গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাবনা: ১৭ জানুয়ারি ছিল বাংলাদেশের অন্যতম কালজয়ী কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী এবং উপমহাদেশের মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁদের স্মরণে প্রথম আলোর পাবনা অফিসে আলোচনা সভার আয়োজন করে পাবনা বন্ধুসভা।

খুলনা: জেলা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ১৩ জানুয়ারি খুলনা বন্ধুসভার বার্ষিক ম্যাগাজিন জৈত্র র প্রকাশনা উৎসব ও নতুন কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান হয়।

চট্টগ্রামের রাউজানে প্রথম আলো বন্ধুসভার বন্ধু পাঠশালায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ
ছবি: বন্ধুসভা

নীলফামারী: জেলা শহরের টাউন ক্লাব মাঠে ১৪ জানুয়ারি প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন নীলফামারী বন্ধুসভার বন্ধুরা।

নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার সাবদী এলাকায় গ্রিন গার্ডেন পার্কে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ বন্ধুসভার দিনব্যাপী আনন্দ আড্ডা।

রাউজান: ১৩ জানুয়ারি চট্টগ্রামের রাউজানে প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধু পাঠশালা’র শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

বগুড়া: প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ১২ জানুয়ারি বগুড়া বন্ধুসভার বন্ধুরা এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন।

নওগাঁ: নওগাঁ বন্ধুসভার আয়োজনে ১২ জানুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হয় পিঠা উৎসব।

সাংগঠনিক বৈঠক: বছরের শুরুতে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও বন্ধুদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে ঠাকুরগাঁও, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, কুমিল্লা, ভৈরব, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর, ঝালকাঠিসহ আরও কয়েকটি বন্ধুসভা।