ভালোবাসা এক পবিত্র অনুভূতির নাম। এটা মাতা–পিতা, সন্তান, স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা কিংবা অন্য কোনো মানুষের প্রতিও হতে পারে। ভালোবাসা মানে না কোনো জাত, ধর্ম, বর্ণ। তাই সর্বজনীন এই ভালোবাসা ছড়িয়ে দিতে ‘বিশ্বব্যাপী ভালোবাসা ছড়াই, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই’ স্লোগানে ছিন্নমূল মানুষের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
১৫ ফেব্রুয়ারি ‘ছিন্নমূলে ভালোবাসা’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে শুরু করে ত্রিশাল বাজার, ব্রিজ ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন অলিগলি ঘুরে অন্তত ৩০ জন ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি প্রত্যেকের সঙ্গে কুশলাদিও বিনিময় করেন।
কার্যক্রমে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ইশতিয়াক আহমেদ, ইমরান হাসান, সাধারণ সম্পাদক তকিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাদিয়া রহমান, অর্থ সম্পাদক সুমন আহমেদ, দপ্তর সম্পাদক হিমিকা আজিজ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমিনা সরকার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক রুমান হুসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভ ইসলাম, বইমেলা সম্পাদক আশরাফুন্নাহার সূচী, কার্যকরী সদস্য তামান্না ইয়াসমিন, সুবেশ চাকমা প্রমুখ।
সভাপতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা