সহমর্মিতায় শীতের উপহার

খুলনা মহানগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বন্ধুদের শীতবস্ত্র বিতরণছবি: বন্ধুসভা

সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নিজেদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছে খুলনা বন্ধুসভা। ১০ ও ১১ জানুয়ারি খুলনা মহানগরের রেলস্টেশন, সাতরাস্তার মোড়, রূপসা এবং প্রথম আলো খুলনার অফিসের সামনে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

আনন্দঘন এই মুহূর্তগুলোয় বন্ধুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শীতের চাদর মুড়ি দিয়ে, গরম কাপড় গায়ে দিয়ে কার্যক্রম করেন। উপদেষ্টা মর্ত্তুজা আহমেদ বলেন, ‘বন্ধুদের নিজস্ব অর্থায়নে ভালো কাজের অংশীদার হওয়াটা আনন্দের বিষয়।’

যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা যুথি বলেন, ‘এই শহরে চলাফেরা করতে গেলে হাড়কাঁপানো শীতের মুখোমুখি হতে হয়। দিনের বেলা কোনো করম কাটিয়ে দিলেও রাতে ঘুম একটু আরামে কাটাতে গরম কাপড়ের বিকল্প নেই। এসব মানুষের জন্য সামান্য উপকার করতে পেরে আমরা খুশি।’

খুলনা বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ আল এহসান, প্রফেসর তুহিন রায়, সুদীপ কুমার কুণ্ডু, সভাপতি কাজি মাসুদুল আলম, সহসভাপতি অমিত সরদার, এম এম মাসুম বিল্যাহ, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক, অর্থ সম্পাদক ইমন মিয়া, দপ্তর সম্পাদক তাসনীম নাহার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায়, প্রশিক্ষণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনির্বাণ সরকার, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, সৈয়দ ফাহাদ আল শান্ত, বন্ধু শাম্মি আক্তার, জয়ন্ত গাইনসহ আরও অনেকে।

সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা