শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘জলকন্যা ও সাঁতারু’ নিয়ে পাঠচক্র

জামালপুর বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

তৎকালীন বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণ করা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘জলকন্যা ও সাঁতারু’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুরের বন্ধুসভা। ২৮ জুন বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়।

‘জলকন্যা ও সাঁতারু’ বইটি পড়ার মাধ্যমে বন্ধুরা জানতে পারেন, বনানীর মতো জীবনসংগ্রামী একজন মেয়ের কথা। যে জানে, যে বিশ্বাস করে বেঁচে থাকলে, শুধু বেঁচে থাকতে পারলে, জীবনে কত কী যে হয়। কত কী পাওয়া যায়! আরও জানতে পারে, অলকের মতো একজন শান্ত স্বভাবের অদ্ভুত সাঁতারু যুবকের কথা; যে মনে করে জলের ঐশ্বর্যকে যেদিন আপনি আবিষ্কার করতে পারবেন, সেদিন ডাঙাজমির ওপরকার এই বসবাস আপনার কাছে পানসে হয়ে যাবে।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বড়দের জন্য লেখা শীর্ষেন্দুর কিছুটা রূপকধর্মী এই উপন্যাসের বিষয়বস্তু তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান। সভাপতি  জাকারিয়া জাকি বলেন, ‘শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার খুব পছন্দের লেখক। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ তাঁকে গুরু বলে সম্বোধন করতেন। তাঁর অন্যান্য বই থেকে এই বই অন্য ধাঁচের।’
এ ছাড়া বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু আদ্রিতা জান্নাত, সাদিয়া জেরিন, ফারজানা আক্তার, রাসেল মিয়া।

উপস্থিত ছিলেন উপদেষ্টা মহসিন কাঁকন, সহসভাপতি সাখাওয়াত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অপূর্ব অপু, বন্ধু সিফাত আবদুল্লাহ, এস এম মাসুদ, আমির হামজা, রেদোয়ান মাহিন, মেশ চৌধুরীসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা