প্রথম আলো স্বাধীনতা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার কথা বলে

আমন্ত্রিত অতিথি ও সুধীজনেরা
ছবি: বন্ধুসভা

সত্য তথ্য প্রকাশে সৎ সাহসিকতা প্রথম আলোকে নিয়ে গেছে বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়ার তালিকায়। প্রথম আলো ন্যায় এবং সত্যের কথা বলে, স্বাধীনতা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার কথা বলে, আলোকিত দেশ গড়তে সব মানুষের ভেতরে মানবিকতা তৈরির কথা বলে; যার কারণে প্রথম আলো আজ দেশ-বিদেশের কোটি পাঠকের প্রিয় এবং সেরা গণমাধ্যমের স্বীকৃতি পেয়েছে।

২৫ নভেম্বর বিকেলে চট্টগ্রামের রাউজানে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন পাঠক ও সুধীজনেরা। রাউজান বন্ধুসভার উদ্যোগে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্কের সুনয়ন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে তিনটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা ছাড়াও ছিল গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ইউসুফ উদ্দিন।

অনুষ্ঠান শেষে রাউজান বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সালসাবিল করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা জসিম উদ্দিন সিআইপি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজরুল কিবরিয়া, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, রোটারি ক্লাব অব চিটাগাংয়ের প্রেসিডেন্ট তাসনোভা হায়দার চৌধুরী, কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, একই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মীর নাসিফ হোসাইন, নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব আবু মনসুর, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক (অপারেশন) মুহাম্মদ বেলাল, বন্ধুসভার উপদেষ্টা মহিউদ্দিন ইমন, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম, উরকিরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি, চিকিৎসক হারুনুর রশিদ, চিকিৎসক জেসমিন মুসা, প্রধান শিক্ষক শুকলা আচার্য্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য শোভন দাশ গুপ্ত প্রমুখ। সঞ্চালনা করেন রাউজান বন্ধুসভার সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়া ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।

বন্ধুদের নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন কালচারাল পার্কের অধ্যক্ষ জয়দেব কর, সমাজকর্মী ফাতেমা বেগম, রাউজান বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক মিজানুল করিম, কবি এম সায়মন, মোকামীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান, নোয়াপাড়া কলেজ পরিচালনা কমিটির সদস্য মাহবুব আলম, একই কলেজের প্রশাসনিক কর্মকর্তা নুরুল আবসার, ডাচ্–বাংলা ব্যাংক কর্মকর্তা সালাহ উদ্দিন, শিক্ষক প্রিয়ম দে, বিজ্ঞান চেতনা পাঠাগারের সভাপতি গোলাম মোর্শেদ, সৈয়দা তানজিলা আরেফিন, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল গণি মনির, মুহামনি মহানন্দ সংঘরাজ বিহারের সাধারণ সম্পাদক বড়ুয়া, রাউজান ইংলিশ স্কুলের শিক্ষক জয় ভট্টচার্য্য, প্রকৌশলী আনোয়ার আলম, নুরুল আলম, রাশেদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, পাভেল চৌধুরী, ইমন দাশ, জুয়েল সিকদার, শিল্পী সুপ্রিয়া শীল, উসিংমে মারমা, শান্তা বড়ুয়া, কৃষ্ণ কলি দাশ, বন্ধু তসলিমা আকতার, আকলিমা আকতার, আকাশ ঘোষ, উর্মিতা খানম, আরিফ খান, ইমাম হোসেন, কামরুল হক, জাহেদুল আনোয়ার, দিদারুল আলম, মুহাম্মদ জাহেদ, শান্ত কুমার নাথ, শানিন আকতার, সাজু আকতার, শাবনাজ আকতার, রিপা আকতার, খাদিজা বেগম, ফারহানা মজুমদার, নাসিমা আকতার, উম্মে নুর, সাদিয়া আকতার, শাওরিন মজুমদার, মোহনা গুপ্তা, জান্নাতুল নূর, চৈতি দত্ত, মনি আক্তার, তাসনিমা জাহানারা, আমেনা বিনতে হাবীব, ইয়াসির আরাফাত, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ ওয়াজিদ, মুহাম্মদ কায়সার।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা