সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাচ্ছে প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনছবি: বন্ধুসভা

‘প্রথম আলো সব সময় বাংলাদেশের মানুষকে আলোর পথ দেখিয়ে এসেছে। শুরুতে অনেকে তাদের সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে গ্রহণ করতে পারেননি। অনেক হামলা ও কটাক্ষের শিকার হতে হয়েছে। কিন্তু প্রথম আলো কখনো পেছনে ফিরে তাকায় না। সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাচ্ছে,’ ৫ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম।

‘জেগেছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চ্যুয়াল কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জবি বন্ধুসভা। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই বিপ্লবে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ফয়সাল আহমেদ বলেন, ‘১৯৯৮ সাল থেকে সততা, ন্যায়নীতি ও মানবিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করে আসছে প্রথম আলো। জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের কঠিন দিনগুলোয় সাহস, সততা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছে প্রথম আলো। প্রথম আলো তাদের পাঠকদের জন্য সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আলোচনা পর্ব শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সারা বছরের কার্যক্রম নিয়ে একটি স্লাইড পরিবেশন করেন সহসভাপতি আবদুল্লাহ আল রাকিব ও মোহাম্মদ শিহাব। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বন্ধু আঞ্জুম। সঞ্চালনা করেন বইমেলা সম্পাদক রোকসানা আক্তার।