কবিতা আড্ডা ও পাঠচক্রের আসর

কুষ্টিয়া বন্ধুসভার কবিতা আড্ডা ও পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

লেখক ও গবেষক ইমাম মেহেদীর ‘আমার জীবনে কখনো প্রেম আসেনি’ গ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর ও কবিতা আড্ডা করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ২৮ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো কুষ্টিয়া অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে পাঠকের প্রশ্নোত্তরে গ্রন্থটি লেখার পটভূমি সম্পর্কে লেখক ইমাম মেহেদী উপস্থিত থেকে আলোকপাত করেন। তিনি কুষ্টিয়া বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক।

পাঠচক্র শেষে বন্ধু রিজিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত হয় কবিতা আড্ডা। তিনি কবি আবু জাফর মো. ছালেহ এর লেখা কবিতা ‘তবু প্রেমে পড়ো’ আবৃত্তি করেন। কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ আবৃত্তি করেন অর্থ সম্পাদক জসিম উদ্দীন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আবৃত্তি করেন প্রথম আলোর আঞ্চলিক বিজ্ঞাপন সহযোগী রুহুল আমিন।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা