স্বপ্ন, সংগ্রাম ও ভালোবাসার গল্প ‘বরফ গলা নদী’

জামালপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: সংগৃহীত

জহির রায়হান ছিলেন বিংশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম প্রভাবশালী লেখক, ঔপন্যাসিক, বুদ্ধিজীবী ও চলচ্চিত্র নির্মাতা। তাঁর রচিত ‘বরফ গলা নদী’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ১৫ ফেব্রুয়ারি অনলাইনে এটি অনুষ্ঠিত হয়।

বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু হৃদয়। উপন্যাসটিতে একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন জীবন ও তাদের স্বপ্ন ও সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মাহমুদ একজন আদর্শবাদী সাংবাদিক। সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সে সর্বদা সোচ্চার। তার স্ত্রী লিলি, একজন বুদ্ধিমতী ও সংবেদনশীল নারী।

কাহিনিতে আরও আছে মাহমুদের ছোট বোন মরিয়ম। মেয়েটি ইন্টারমিডিয়েট পাস করে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার জীবনে একটি তিক্ত অতীত আছে, যা তাকে তাড়িয়ে বেড়ায়। হাসিনা নামে চমৎকার এক চরিত্র এঁকেছেন লেখক। হাসিনার ছোট ছোট আবদার, অল্প কিছুতেই আনন্দ পাঠকের হৃদয়ে এক দারুণ অনুভূতি সৃষ্টি করে।

‘বরফ গলা নদী’ উপন্যাসটি একদিকে যেমন সমাজের বাস্তব চিত্র তুলে ধরে, অন্যদিকে মানুষের ভেতরের মানবিক গুণাবলী ও ভালোবাসার জয়গান গায়। মাহমুদের আদর্শবাদ, লিলির ধৈর্য ও বুদ্ধিমত্তা, মরিয়মের সাহস— এই চরিত্রগুলো আজও পাঠকের মনে অনুপ্রেরণা জোগায়। উপন্যাসটির ভাষা অত্যন্ত সহজ ও সাবলীল। জহির রায়হান তাঁর গল্প বলার ভঙ্গির মাধ্যমে পাঠককে সহজেই আকৃষ্ট করতে পারেন।

আলোচনায় আরও অংশ নেন সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। পাঠচক্র শেষে আসন্ন বসন্ত উৎসব নিয়ে আলোচনা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সিফাত আবদুল্লাহ, সভাপতি সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, বন্ধু ফারজানা আক্তারসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা