মুঠোফোন ব্যবহারে সচেতনতায় জবি বন্ধুসভা

সচেতনতা কাজে বন্ধুদের সঙ্গে অংশ নেন শিক্ষকরাও
ছবি: বন্ধুসভা

মুঠোফোন ব্যবহারে সচেতনতায় স্কুলশিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে গত বৃহস্পতিবার পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বন্ধুরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন, ‘মুঠোফোন আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এর ব্যবহারে ইতিবাচক হতে হবে।’ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, স্কুলের শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহারের ভালো ও খারাপ—দুটো দিক সম্পর্কে সচেতন হতে হবে। তারা অনেকে গেম খেলতে গিয়ে নানা ধরনের আসক্তিমূলক ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। এসব বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

কর্মসূচিতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির হোসেন, লেখক ফকরউদ্দিন মানিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা আশিকুজ্জামান, সভাপতি আবরার জাহিন, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা নূরী, প্রচার সম্পাদক মোহাম্মদ সবুজসহ অন্য বন্ধুরা।

দপ্তর সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা