আহমদ ছফার ‘সূর্য তুমি সাথী’ উপন্যাস নিয়ে পাঠচক্র

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাঁঠালতলায় ড্যাফোডিল বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক আহমদ ছফার প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথী’ নিয়ে পাঠচক্র করেছে ড্যাফোডিল বন্ধুসভা। গত ২০ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাঁঠালতলায় এটি অনুষ্ঠিত হয়।

প্রথমেই বইটির কিছু অংশ পাঠ করেন সাধারণ সম্পাদক জাকিয়া লিমা ও বন্ধু সানজিদা আক্তার। বইটি নিয়ে আলোচনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক সালমান ফারসী। তিনি বলেন, লেখক হাজার বছর ধরে চলে আসা বাঙালির জীবনসংগ্রামের ছবি এঁকেছেন ‘সূর্য তুমি সাথী’ উপন্যাসে। সমাজে সব মানুষ একই রকম জীবনসংগ্রামে লিপ্ত থাকলেও ধর্মের বিভাজনটা ঠিকই ধরা পড়ে। উপন্যাসে দেখা যায়, হাজেরার সন্তান আবদুল আর মনমোহনের ছেলে শোভন একসঙ্গে খেলাধুলা করলেও আবদুল মারা যাওয়ার পর শোভন যখন তাকে দেখতে যেতে চায়, তখন তার মা তাকে বাধা দেন।

পাঠচক্র শেষে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

যুগ্ম সাধারণ সম্পাদক অদ্বিত আল নাফিউ বলেন, ‘লেখক উপন্যাসে খুব দক্ষতার সঙ্গে সমাজের মেহনতি মানুষের মুক্তির কথা তুলে ধরেছেন। বলেছেন, লাঙল যার জমি তার। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি শ্রমিকেরা আর জাগে না। তারা বংশানুক্রমিকভাবে শ্রমিকই থেকে যায়। হয়তোবা মনে মনে স্বপ্ন দেখে মুক্তির, কিন্তু সেটা আর অঙ্কুরিত হয় না। উপন্যাসের সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে প্রকৃতি এবং আবহমান কাল ধরে চলে আসা বাঙালির ধর্ম বিশ্বাস ও জীবনাচার।’

সহসাংগঠনিক সম্পাদক মুসাব্বির সাকিরের সঞ্চালনায় পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ঈশিতা মন্ডল, অর্থ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, সাংস্কৃতিক সম্পাদক তানহা তাসনিম, প্রশিক্ষণ সম্পাদক রাইয়ান শিকদার, কার্যনির্বাহী সদস্য আবিদুর রহমানসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা