নারায়ণগঞ্জ বন্ধুসভার ফল উৎসব
‘ফলগুলো সব দিচ্ছে ডাক, এসো এসো নাও গো স্বাদ’ স্লোগানে ফল উৎসব করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ১৮ জুলাই বিকেলে প্রথম আলো নারায়ণগঞ্জ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। ফলের গুণাগুণ নিয়ে আলোচনা করেন সভাপতি নয়ন আহমেদ, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান ও বন্ধু এস কে বিপ্লব। তাঁরা বলেন, ‘সঠিক পুষ্টি পেতে হলে ফরমালিনমুক্ত ফল গ্রহণ করতে হবে। একজন সুস্থ মানুষের দৈনিক ১০০-২০০ গ্রাম ফল খাওয়া উচিত। গাব, আমলকী এসব ফলে আঁশ রয়েছে। আঁশ কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে।’
জহিরুল ইসলাম ফল নিয়ে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কলা কীভাবে খেতে হয়, তার মূকাভিনয় করে দেখান মৌন লাকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক জেসমিন আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমরান নাজির, বন্ধু আল ইমরান, দীপ্ত, ইলফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান নাজির।
সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা