নিজেকে প্রকাশ করার কৌশল নিয়ে বন্ধুসভার কর্মশালা
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নিজেকে প্রকাশ করার কৌশল নিয়ে প্রথম আলো বন্ধুসভার বিশেষ কর্মশালা। ‘দ্য পাওয়ার অব পারসোনাল ব্র্যান্ডিং: ডিফাইন, ডিজাইন, ডেলিভার’ শিরোনামে শুক্রবার দিনব্যাপী রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় কর্মশালা শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ব্যক্তিগত পর্যায় থেকে একজন মানুষ কীভাবে নিজেকে সঠিকভাবে চেনাবে (ডিফাইন), সেই অনুযায়ী নিজের পরিচিতি ও ভাবমূর্তি কীভাবে গড়ে তুলবে (ডিজাইন) এবং শেষ পর্যন্ত সেই পরিচয়কে বিশ্বাসযোগ্যভাবে কোন উপায়ে উপস্থাপন করবে (ডেলিভার)—এই তিন ধাপসহ কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দক্ষ, স্মার্ট এবং যুগোপযোগী ব্যক্তিগত ব্র্যান্ডিং করা যায়, এসব ধারণা ও করণীয় নিয়ে কর্মশালায় আলোচনা করবেন বক্তারা।
কর্মশালায় সারা দেশের বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশগ্রহণ করবেন। সকাল ৯টায় শুরু হবে রেজিস্ট্রেশন। সাড়ে ৯টায় স্বাগত বক্তব্য দেবেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক।
১০টায় শুরু হবে কর্মশালার মূল পর্ব। প্রথম সেশনে ‘এআই এবং ইয়ুথ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন লেখক ও ইনফ্লুয়েন্সার সাদমান সাদিক। দ্বিতীয় সেশনে ‘ইয়োরসেলফ: ডিফাইন, ডিজাইন, ডেলিভার’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন লেখক ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল প্রলয় হাসান।
এরপর থাকবে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজনের বিরতি। বিরতির পর দুপুর আড়াইটায় শুরু হবে প্যানেল আলোচনা। এই পর্বে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিকের সঞ্চালনায় আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের প্রফেসর রাফিউদ্দিন আহমেদ, লেখক ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল প্রলয় হাসান, শিক্ষক ও ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল সামছুদ্দোহা সাফায়েত, এবং মার্কেটিং বিশেষজ্ঞ উত্তম রয়।
প্যানেল আলোচনা শেষে বিকেল ৪টায় শুরু হবে সনদ বিতরণ ও সমাপনী পর্ব। এই পর্বে উপস্থিত থাকবেন বাংলা–দেশি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজের রহমান ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
আয়োজন সহযোগী হিসেবে থাকছে বাংলা–দেশি ফুডস লিমিটেড।