‘বর্তমান সময়ে মানবিক মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি মনে করি, যাঁরা মানবিক মানুষ, তাঁরাই বন্ধুসভা করে। জামালপুর বন্ধুসভার বন্ধুদের উচিত আরও মানবিক মানুষ খুঁজে বের করা। এ জন্য মানবিক বন্ধু সংগ্রহ করতে হবে।’
১ মার্চ জামালপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ। সাংগঠনিক বৈঠক সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান।
বৈঠকে কমিটির সদস্যরা সংক্ষিপ্তভাবে বন্ধুসভার কাজের অগ্রগতি, নানা সমস্যা ও সফলতা নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য দেন উপদেষ্টা সিফাত আব্দুল্লাহ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, দপ্তর সম্পাদক জিনেদিন জিদান, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, সাংস্কৃতিক সম্পাদক রাসেল মিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাহিদুল ইসলাম, বইমেলা সম্পাদক আমির হামজা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক বিজয় হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, প্রশিক্ষণ সম্পাদক সাদিয়া সিদ্দিকা ও কার্যনির্বাহী সদস্য মিফতাহুল জান্নাত।
প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা