বাঙালির প্রেরণা একুশে ফেব্রুয়ারি

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘রক্তে আমার আবার প্রলয়দোলা/ ফাল্গুন আজ চিত্ত আত্মভোলা/ আমি কি ভুলিতে পারি/ একুশে ফেব্রুয়ারি’। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ। ২১ ফেব্রুয়ারি শোক বিহ্বলতা, বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন। সাহস, প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন। একই সঙ্গে এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

গত বুধবার সকাল সাতটায় সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা প্রথম আলো সাতক্ষীরা অফিসের নিচে থেকে হেঁটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হন। সকাল সাড়ে আটটায় শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক করেন তাঁরা।

সভাপতি কর্ণ বিশ্বাস বলেন, ‘রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যাঁরা জীবন উৎসর্গ করেছিল, যাঁদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছে জাতি।’ এ সময় সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন এবং অন্যান্য জাতিসত্তার ভাষা ও বর্ণমালা সংরক্ষণের দাবি জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম বিল্লাহ, দপ্তর সম্পাদক তারিক ইসলাম, অর্থ সম্পাদক সাগরিকা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সুমা রানী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মৃত্যুজয় বিশ্বাস, বইমেলা সম্পাদক রুহুল আমিন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন প্রমুখ।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা