‘প্রথম আলো পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নীতিনৈতিকতা শিখছে’

গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন এক ছোট্ট বন্ধু
ছবি: বন্ধুসভা

‘প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই প্রথম আলোর সঙ্গে আছি। নিয়মিত প্রথম আলো পড়ার মাধ্যমে আমার শিক্ষার্থীরা নীতিনৈতিকতা শিখছে। এক দিনের জন্যও প্রথম আলো ছাড়া থাকিনি আমি।’ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন সৈয়দপুরের কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম।

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে গতকাল মঙ্গলবার প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে সৈয়দপুর বন্ধুসভা। এদিন শহরের স্মৃতি অম্লান চত্বরে জড়ো হন পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও বন্ধুসভার বন্ধুরা। ছিল প্রীতিসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তৃতা রাখেন সৈয়দপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক তাপস রায়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, ‘প্রথম আলোর আলাদা ভাষারীতি রয়েছে। এর আর্টিকেল, সংবাদ—সবকিছুতেই সাহিত্য।’

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি: বন্ধুসভা

স্থানীয় রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা বেগম বলেন, ‘প্রথম আলো পড়ে আলোকিত হই। আলোকিত মানুষ গড়ি।’ বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

আলোচনা পর্ব শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক পর্বে প্রথমেই দলীয় সংগীত পরিবেশনা করেন বন্ধুসভার বন্ধুরা। একক সংগীত পরিবেশন করেন বন্ধুসভার উপদেষ্টা হোসনে আরা, বন্ধু তাপস রায়, তাহমিন লাবিব, সৃষ্টি ও অভিজিৎ সরকার। নৃত্য পরিবেশনা করেন বন্ধু জয়া সরকার ও উর্মি এবং আবৃত্তি করেন তাহমিন লাবিব। সভাপতি আসাদুজ্জামান আসাদ সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা