ঠাকুরগাঁও বন্ধুসভার পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘আরণ্যক’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ঠাকুরগাঁও বন্ধুসভা। ২১ এপ্রিল বিকেলে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদের তীরে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বর্ণাঢ্য জীবনী, ‘আরণ্যক’ উপন্যাসের পেছনের গল্প ও লেখকের প্রকৃতিপ্রেমের ওপর আলোচনা করেন।
সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব বলেন, ‘আজ এ টাঙ্গন নদের তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে পাঠচক্র নতুন উদ্যম যোগ করেছে। প্রকৃতি মানুষকে উদারতার শিক্ষা দেয়। প্রকৃতির বিশালতার এই শিক্ষাকে আমাদের লালন করা দরকার।’
বন্ধু মাহফুজা ফারিহা বিহারের পূর্ণিয়া জেলার কুশী নদীর ওপারে আজমাবাদ, লবটুলিয়ার বিস্তীর্ণ অরণ্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাপন সম্পর্কে আলোচনা করেন।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিথিলা আক্তার বলেন, এই অঞ্চলের বন্য, অশিক্ষিত, দরিদ্র ও অসহায় মানুষের জীবনধারা ও প্রকৃতির এক ভিন্ন রূপ এই উপন্যাসে ফুটে উঠেছে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এম মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক সিয়ামুর রশিদ, প্রচার সম্পাদক আলিফ হোসেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তপু রায়, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বন্ধু ফাহিমা নুশরাত, মাহবুব আলম তালুকদার, এন্তাজ আলী ও তৌফিক তয়ন।