নোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: সংগৃহীত

একই তারিখে দুজন মানুষের জন্মগ্রহণ অস্বাভাবিক কিছু নয়, এমনকি একই বছরের একই তারিখে পৃথিবীজুড়ে জন্মগ্রহণ করছে হাজার হাজার মানুষ। কিন্তু একই সাহিত্যের শক্তিমান দুজন সাহিত্যিক যদি একই বছরের একই তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে বিষয়টা কিছুটা কাকতালীয় বটে। এমনটাই ঘটেছে বাংলা সাহিত্যের দুজন সাহিত্যিকের ক্ষেত্রে।

১৯১৭ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের খ্যাতনামা কথাসাহিত্যিক শওকত ওসমান ও চল্লিশের দশকের অন্যতম আধুনিক কবি আহসান হাবীব। এ উপলক্ষে পাঠচক্র ও আলোচনা সভার আয়োজন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২ জানুয়ারি সন্ধ্যা ৭টায় অনলাইন গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়।

বছরের প্রথম এই পাঠচক্রের বিষয় ছিল চৌধুরী শাহজাহান রচিত ‘শওকত ওসমানের মুক্তিযুদ্ধের উপন্যাসে বাঙালীর স্বরূপ সন্ধান’ প্রবন্ধ এবং ‘সমাজসচেতনতার কবি আহসান হাবীব’–এর ওপর উন্মুক্ত আলোচনা। বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে পাঠচক্রে অংশ নেন নোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা।

এ সময় বন্ধুরা কথাসাহিত্যিক শওকত ওসমান ও কবি আহসান হাবীবের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক নাহিন সুলতানাসহ অন্য বন্ধুরা। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নকীবুল হক।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নোবিপ্রবি বন্ধুসভা