শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছেন ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা। গতকাল বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধে শহীদদের নামসংবলিত স্মৃতিফলকে পাঁচ শতাধিক মোমবাতি প্রজ্বালন করা হয়।
পাশাপাশি মোমবাতি দিয়ে ১৪ ডিসেম্বর, জাতীয় পতাকা এবং বন্ধুসভার লোগো তৈরি করেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, বন্ধু সুজিত কুমার, মাফিকুল ইসলাম, মানিক কুন্ডু, গোলাম রসুল, তাওহিদুজ্জামান খান, সজীব দত্ত, ফেরদৌস হাসান, জহির হোসেন, শামীমা আক্তার, বাধন কুমার, লক্ষ্মণ চন্দ্র ও সুব্রত কুমার।
ফরিদপুর বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে বিজয়ের ঠিক আগমুহূর্তে দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা নিজেদের নিশ্চিত পরাজয় জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের আলোকবর্তিকাস্বরূপ বুদ্ধিজীবীদের হত্যা করে। তাঁদের স্মৃতি আগামী প্রজন্মের কাছে চিরজাগরূক রাখার জন্য এ কর্মসূচি পালন করে আসছে ফরিদপুর বন্ধুসভা।
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা।