মাতৃভাষা দিবসে ছোটগল্প লেখা প্রতিযোগিতা

ছোটগল্প লেখা প্রতিযোগিতা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও অ্যাগ্রিকালচারাল ক্লাবের সদস্যরাছবি: বন্ধুসভা

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ছোটগল্প লিখন প্রতিযোগিতা ২০২৪’। যৌথভাবে এটির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও অ্যাগ্রিকালচারাল ক্লাব।

২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পুরস্কারের পৃষ্ঠপোষকতায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তুহিনূজ্জামান বলেন, ‘ভাষার জন্য জীবন দেওয়া একমাত্র জাতি হিসেবে বাংলাদেশিরা নিজেদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। এই ভাষার স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এই ভাষাকে ধারণ ও লালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। রাবি বন্ধুসভা ও রাবি অ্যাগ্রিকালচারাল ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মনন বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও বাংলা সাহিত্যচর্চায় আরও বেশি আগ্রহী করতে অবদান রাখবে। পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশ ও মাতৃভাষার প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাগ্রিকালচারাল ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, ‘ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুণ শিক্ষার্থীদের অবহিত করা এবং তাঁদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিযোগিতাটির আয়োজন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উদ্দেশ্য সফল করেছে। আয়োজনে বন্ধুসভাকে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো কাজ সম্মিলিতভাবে করার আশাবাদ ব্যক্ত করছি।’

সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা