‘রোড টু করপোরেট’ ওয়েবিনার

‘রোড টু করপোরেট’ ওয়েবিনারছবি: সংগৃহীত

‘বর্তমানে করপোরেট খাতে কাজ করতে শিক্ষার্থীরা আগ্রহী। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে তারা দ্বিধায় থাকে। সেই চিন্তা থেকে আমাদের এই আয়োজন। যাতে শিক্ষার্থীরা নিজেদের যথাসম্ভব প্রস্তুত করতে পারে।’ বলছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান পল্লব।

২১ জুন ‘রোড টু করপোরেট’ ওয়েবিনার আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বন্ধুদের বিভিন্ন দক্ষতাকে আরও উন্নত করার লক্ষ্যে নিয়মিত অনলাইন ইভেন্ট ‘স্কিলস আপ ১.০’–এর অংশ হিসেবে এটির আয়োজন করা হয়েছে।

প্রধান আলোচক হিসেবে ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্স হাসান তাইয়াব ইমাম। তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরেন করপোরেট খাতের নানা দিক। কর্মজীবনের শুরু থেকে এই অবধি আসার যাত্রা, কীভাবে তিনি নিজের পাশাপাশি অন্যদের ইংরেজিতে দক্ষ করে তোলেন, এসব বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘ইন্ট্রোভার্ট ব্যক্তিদের ভাইবার সময় খোলসমুক্ত করার চেষ্টা করা হয়, যাতে তারা নিজেকে বিস্তৃত করতে পারে।’ এ ছাড়া প্রশ্নোত্তরপর্বের মাধ্যমে শিক্ষার্থীদের দ্বিধামুক্ত করা হয়।

ওয়েবিনারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। বক্তব্য দেন জাককানইবি বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান পল্লব, সাধারণ সম্পাদক তকিব হাসান, সাবেক সভাপতি রাফিয়া ইসলাম ভাবনা, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক জাফরিন হোসেন।