প্রভাতফেরিতে জামালপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি

শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলিছবি: বন্ধুসভা

বসন্তের সূচনালগ্নে পাতাঝরা প্রভাতে অতীতের স্মৃতি নিয়ে আমাদের এ চেতনার মাঝে বারবার ফিরে আসে এক স্মৃতিময় নতুন সকাল। অমর একুশের প্রভাতফেরি। প্রতিবারের মতো ভাষার চেতনা নিয়ে আজ এই বসন্তের প্রথম প্রহরে তরুণ, নবীন, প্রবীণ—সর্বস্তরের মানুষ যুক্ত হন প্রভাতফেরির শোভাযাত্রায়।

২১ ফেব্রুয়ারি, জামালপুর বন্ধুসভার পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়। ভোর সাতটার দিকে বন্ধুসভার সবাই শহরের বকুলতলা মোড়ে জড়ো হন। সেখান থেকে প্রভাতফেরির যাত্রা শুরু হয়। পুষ্পশোভিত হাতে অমর একুশে শোভাযাত্রাটি সরকারি আশেক মাহমুদ কলেজের ভেতর দিয়ে গিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে সমাপ্তি ঘটে; এরপর বন্ধুরা ভাষাশহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জামালপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি আবদুল আজিজ, সভাপতি ডা. জাকারিয়া জাকি, সহসভাপতি সাখাওয়াত হোসেন, ডা. কাভি সেকান্দার, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মো. হিজবুল্লাহ, দপ্তর সম্পাদক সানি সিরাজ, প্রচার সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল ইসলাম, বইমেলা সম্পাদক তাসকিন মাহমুদ, বন্ধু অয়ন, রুবেল, শাকিল, স্নিগ্ধা, নাহিদ, সোমাইয়া, নাইমা, জিদান, রাসেল ও ফাহিম।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষাশহীদদের আত্মত্যাগ নিয়ে সভাপতি ডা. জাকারিয়া জাকি বলেন, ‘আত্মত্যাগের মহিমায় আমাদের এই পুষ্পস্তবক অর্পণ। সব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। এই মহিমা বুকে ধারণ করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাওয়ার জন্য জামালপুর বন্ধুসভা সদা প্রস্তুত।’

বন্ধু, জামালপুর বন্ধুসভা