মীর মশাররফ হোসেন রচিত ‘বিষাদ-সিন্ধু’ একটি মহাকাব্যিক উপন্যাস। বিষাদ-সিন্ধু অর্থ হলো দুঃখের সাগর। বিষাদ অর্থ দুঃখ এবং সিন্ধু অর্থ সাগর। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ এবং পূর্বাপর ঘটনাবলি এই উপন্যাসের মূল বিষয়।
উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে নাটোর বন্ধুসভা। ১০ ফেব্রুয়ারি বিকেলে নাটোর রাজবাড়ি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাবনূর খাতুন।
পাঠচক্রে উপস্থিত ছিলেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি আইনজীবী মুক্তার হোসেন, নাটোর বন্ধুসভার সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আলী, সহসাংগঠনিক সম্পাদক পূজা দাস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বপন কুমার, বন্ধু পিংকি সরকার, পূজা মন্ডলসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, নাটোর বন্ধুসভা