পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ২৩ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর সরকারি প্রথমিক বিদ্যালয় এবং মধুপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে কিছু চারা রোপণ করেন তাঁরা। এতে বন্ধুদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিয়া খাতুন বলেন, ‘প্রকৃতিতে গাছের ভূমিকা অপরিসীম। জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাই আমরা বেশি বেশি গাছ লাগাব।’
মধুপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস শিক্ষার্থীদের বৃক্ষরোপণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান। ভবিষ্যতেও এমন কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঝিনাইদহ বন্ধুসভার সাবেক সভাপতি আবু রেজা ইমরান ও বর্তমান সভাপতি বিপাশা খাতুন জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উৎসর্গ করা হয়েছে। এ সময় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সহসভাপতি রাজিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাস কুমার শর্মা, প্রচার সম্পাদক দাউদ ইব্রাহিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সুমন আহম্মেদ, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক তামান্না ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাসিবুল ইসলাম ও অন্য সদস্যরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা