বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ উপন্যাস নিয়ে পাঠচক্র

দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ৩ অক্টোবর বিকেলে দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

‘আরণ্যক’ উপন্যাসের প্রধান চরিত্র সত্যচরণ নামের এক যুবক। যার মাধ্যমে গল্পে বহিরাগত একজন মানুষের সঙ্গে জঙ্গল ও জঙ্গলের মানুষের সম্পর্কের কথা চমৎকারভাবে বলা হয়েছে। নিজেকে সৎ রেখে নিজের স্থান ঠিক রেখে জীবন পথে এগিয়ে যাওয়ার দারুণ অনুপ্রেরণা পাওয়া যায় বইটিতে।

পাঠচক্রে বই পড়ার উপকারিতা নিয়েও আলোচনা করেন বন্ধুরা। সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী বলেন, ‘আমরা বই পড়ার পাশাপাশি আমাদের আচরণ সম্পর্কে সচেতন হবো। সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। সময়ের মূল্য আমাদের জীবনে অনেক বেশি। জ্ঞানের আলোকে কাজে লাগানোর পাশাপাশি সাংগঠনিক কাজগুলোতে সব সময় এগিয়ে যাওয়ার পরিকল্পনা করব।’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুম্মা মেসবাহুন বলেন, ‘বই পড়া আমাদের জন্য খুবই ভালো অভ্যাস। যত বেশি বই পড়ব, তত বেশি জ্ঞান অর্জন করব। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করব সংবাদপত্র পড়ার। এতে আমরা অনেক বিষয়ে জানতে পারব এবং জানার জগৎ আরও বড় হবে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক ব্রততী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দীপু রায়, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক শুভজিৎ রায়, বন্ধু বিথী রায়, কৃষ্ণ বর্মনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, দিনাজপুর বন্ধুসভা