আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবসে সব ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে ঝিনাইদহ বন্ধুসভা। এর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।
পরে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় মাতৃভাষা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বন্ধুসভার বন্ধুরা এবং শহীদ মিনারে অবস্থানরত অন্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধান করেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামান্না ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শ্রী প্রভাষ কুমার শর্মা, প্রচার সম্পাদক দাউদ ইব্রাহিম, বন্ধু রাজিয়া সুলতানা, সাবিত অভি, মোছা. হানিফা, সুস্মিতা তাবাসসুম, রাতুল হাসানসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা