মাদক পরিবার, সমাজ ও দেশের ক্ষতিসাধন করে

মাদকবিরোধী সচেতনতামূলক পরামর্শ সভা
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীদের মেধা, মনন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী সচেতনতামূলক পরামর্শ সভার আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৯ মে ময়মনসিংহ শহরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সভায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে পরামর্শ দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক খোরশিদ আলম। তিনি বলেন, ‘মাদক দেহ, মন, মনন, অর্থ তথা পরিবার, সমাজ ও দেশের ক্ষতিসাধন করে।’

অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথিরা
ছবি: বন্ধুসভা

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক কবীরুল হাসান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের বয়সের ছেলেমেয়েরা মাদকের প্রতি বেশি ঝুঁকে পড়ে। তোমরা সব সময় সচেতন থাকলে তোমাদের বন্ধুরা মাদকাসক্ত হবে না।’

ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ, ময়মনসিংহ বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক খালিদ হাসান।

পরামর্শ সভায় শিক্ষার্থীরা বন্ধুদের সচেতন করতে ও নিজেরা সচেতন হতে মাদক সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করেন। শিক্ষার্থীদের এসব প্রশ্নের অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উত্তর দেন অতিথিরা। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা