হৃদয়ের আয়নায় জীবনের প্রতিচ্ছবি

‘প্রহর ও প্রতিচ্ছবি’ নাটকের দৃশ্যছবি: মাহবুব ফেরদৌস

নাটক শুধু মঞ্চের গল্প নয়, কখনো কখনো তা হয়ে ওঠে হৃদয়ের আয়না। সেই আয়না ধরে জীবনের ব্যস্ততা, সম্পর্কের দূরত্ব, আর নিজের ভেতরের আলো খোঁজার গল্প নিয়ে সিলেট বন্ধুসভা আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী মিনি থিয়েটার ‘প্রহর ও প্রতিচ্ছবি’।

১১ জুলাই বিকেলে সিলেট বন্ধুসভা কক্ষে এটি মঞ্চস্থ হয়। থিয়েটারটির মূল ভাবনা ছিল, ব্যস্ত জীবনের ফাঁকে মনের অনুভব, হারানো সম্পর্ক আর নিজেকে খুঁজে পাওয়ার এক চেষ্টা। সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া হকের সঞ্চালনায় শুরুতেই বন্ধু রাজিয়া সুলতানা নৃত্য পরিবেশন করেন।

‘প্রহর ও প্রতিচ্ছবি’ নাটকটি দুটি ভিন্ন ভিন্ন গল্পে ভাগ করা হয়। প্রথম গল্পে উঠে আসে সমাজে চুপচাপ থাকা মেয়েদের অন্তর্দ্বন্দ্ব, আত্মত্যাগ ও নিজের জীবনে নিজেই আলো হয়ে ওঠার সংগ্রাম। দ্বিতীয় অংশে ছিল ভাঙা সম্পর্ক, না–বলা কথার নীরবতা এবং নতুন করে গড়ে তোলার সাহসের গল্প। নাট্য পরিবেশনায় অংশগ্রহণ করেন বন্ধু কিশোর দাস, মিনথিয়া রহমান, যুবরাজ রায়, রাজিয়া সুলতানা। নাট্য নির্দেশনা ও গল্প লেখেন ফারিয়া হক। নাটক পরিচালনায় সার্বিক সংযোগিতা করেন বন্ধু ফয়সাল আহমেদ।

মঞ্চায়ন শেষে পুরষ্কার প্রদান
ছবি: মাহবুব ফেরদৌস

মঞ্চায়ন শেষে কলাকুশলীদের হাতে পুরষ্কার তুলে দেন সভাপতি দেব রায় সৌমেন, সাধারণ সম্পাদক শ্রেয়ান ঘোষ ও সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল আহমেদ। দেব রায় সৌমেন বলেন, ‘দৈনন্দিন জীবনে একটু ক্লান্তি দূর করতেই আমাদের এই আয়োজন। সিলেট বন্ধুসভা শুধু স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজে নয়, সাংস্কৃতিক বিভিন্ন কাজে নিজেদের এগিয়ে রাখে।’

সাধারণ সম্পাদক শ্রেয়ান ঘোষ বলেন, ‘সিলেট বন্ধুসভা বিশ্বাস করে, মানুষের অন্তর্নিহিত বহুমুখী সৃজনশীল প্রতিভা আমাদের সমাজকে বসবাসযোগ্য ও সৃষ্টিশীল মনন গঠনে সাহায্য করবে।’

উপস্থিত ছিলেন বন্ধু জুনায়েদ আহমেদ, শাহরিয়ার হক, জয় তালুকদার, মাহবুব ফেরদৌস, দুরন্ত প্রমুখ।

সাংস্কৃতিক সম্পাদক, সিলেট বন্ধুসভা