সৈয়দপুরে শীতার্তদের সহায়তায় বন্ধুসভার বন্ধুরা

শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা বিলিয়ে দিচ্ছেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রতিবছর শীতকাল আসে। আবার চলেও যায়। কষ্ট হয় অসহায় ও দুঃখী মানুষের। দিনের আলো শেষে রাতের আঁধার নামার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে যেমন ঢেকে যায় চারপাশ, তেমনি ঠান্ডায় কাঁপতে থাকে গ্রামের শীতার্ত মানুষ। এসব শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা বিলিয়ে দিতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২৫০টি কম্বল বিতরণ করেছেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা।

শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা বিতরণ
ছবি: বন্ধুসভা

২১ ডিসেম্বর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ডিগ্রি কলেজ মাঠে এগুলো বিতরণ করা হয়। তার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব। আরও বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম, শিউলি বেগম, হোসনে আরা লিপি ও বিলকিস আক্তার।

কর্মসূচির উদ্বোধন করেন কামারপুকুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধু ডালিম রায়, শ্রাবণী, নিলয়, মাইদুল, আবুজার, মিলন, অপূর্ব, সাধনা রায়, শামীম আল সাজিদ, রাইম চৌধুরী, মোনালিসা, জয়া, জেসমিন, মাসুম, লাবিব, সৃষ্টি, তীর্থ, আকাশ ও তৌসিফ।

সাংগঠনিক সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা