মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা রক্ষার অঙ্গীকার

গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ঐতিহাসিক ৭ মার্চ চত্বরে গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা শ্রদ্ধা নিবেদন করেন
ছবি: বন্ধুসভা

‘তোমরা কি সাহসী?’

‘হ্যাঁ, অনেক।’

‘তোমরা কি জানো, তোমাদের মতো অনেক সাহসী বীরের জন্য আমরা আজকের দিনটি পেয়েছি?’

ছোট ছোট স্কুলশিক্ষার্থীর মধ্যে বীরশ্রেষ্ঠদের নিয়ে কৌতূহল সৃষ্টি করতে এভাবেই তাদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) বন্ধুসভার বন্ধুরা।

পথসভায় স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিজয়ের গৌরবগাথা বর্ণনা করছেন বশেমুরকৃবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির গৌরবের দিন। বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে আসে এই দিন। ৩০ লাখ মানুষের প্রাণ এবং লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।

দিনটিতে মহান স্বাধীনতাযুদ্ধের সেই সব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও বিজয়ের গৌরবগাথা পৌঁছে দিতে নানা আয়োজন করেছে সারা দেশের বন্ধুসভাগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে একটি ভিন্নধর্মী পথসভার। যেখানে গল্প-ছন্দ-কবিতা ও জিজ্ঞাসার মাধ্যমে শিশুদের জানানো হয় বাঙালির বিজয়সংগ্রাম, বীরশ্রেষ্ঠ ও সামগ্রিক মুক্তিযুদ্ধ সম্পর্কে। তাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা, মাথায় বেঁধে দেওয়া হয় বিজয় দিবসের বন্ধনী এবং হাতে-গালে এঁকে দেওয়া হয় লাল-সবুজের চিহ্ন। চকলেট বিতরণের মাধ্যমে ভাগ করে নেওয়া হয় বিজয়ের আনন্দ।

চীনে বিজয় বায়ান্ন উদ্‌যাপন করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ও বীভৎস ইতিহাস আছে খুলনার গল্লামারী বধ্যভূমির। তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশনে (গল্লামারী রেডিও সেন্টার) মুক্তিযোদ্ধা ও শান্তিকামী বাঙালিদের ধরে এনে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ গল্লামারী নদীতে ফেলে দিত পাকিস্তানি হানাদার বাহিনী। ১৭ ডিসেম্বর খুলনা শত্রুমুক্ত হওয়ার পর গল্লামারী খাল ও এর আশপাশের স্থান থেকে প্রায় পাঁচ ট্রাকভর্তি মানুষের মাথার খুলি ও হাড়গোড় পাওয়া যায়। সেই বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা বন্ধুসভার বন্ধুরা।

যশোরের কেশবপুর বন্ধুসভার উদ্যোগে সরকারি ডিগ্রি কলেজের মাঠে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা। পরে শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী বন্ধুসভা জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। নারায়ণগঞ্জ বন্ধুসভা চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। জামালপুর বন্ধুসভার বন্ধুরা জেলা শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

বিজয় দিবসে নগরীর চৌহাট্টায় পুষ্পস্তবক অর্পণ করে সিলেট বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাঙ্গুনিয়ায় বন্ধুসভা। সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দপুর বন্ধুসভা। চীনের ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কমিউনিটি ও চীন বন্ধুসভা আয়োজন করেছে ‘বিজয় বায়ান্ন’ অনুষ্ঠান। চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার বন্ধুরা উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশালাকৃতির বিজয় তোরণ নিয়ে গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনসার ক্লাব-সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এবং উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ঐতিহাসিক ৭ মার্চ চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ বন্ধুসভার বন্ধুরা। নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট বন্ধুসভা। এ ছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, গাজীপুর, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন জেলায় বিজয় দিবসের নানা আয়োজন করেছে স্থানীয় বন্ধুসভাগুলো।