লেখালেখিতে উৎসাহ দিতে পুরস্কার

বন্ধু মিঠুন কুমার দাসের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালাছবি: বন্ধুসভা

ত্রাণের কম্বল বিতরণের অভিজ্ঞতা নিয়ে ভ্রমণকাহিনি ‘একটি অনন্য দিনের গল্প’ লিখে পুরস্কার পেলেন ফরিদপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক মিঠুন কুমার দাস। উপহার হিসেবে তাঁকে প্রায় ১ ফুট বর্গাকৃতির পোড়ামাটির একটি শিল্পকর্ম দেওয়া হয়েছে। ২৫ এপ্রিল সন্ধ্যায় মিঠুনের হাতে এ পুরস্কার তুলে দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

গত ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদবিধৌত চর নাসিরপুর ইউনিয়নের মফিজউদ্দিন হাজীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চরাঞ্চলের ১৬০টি শীতার্ত পরিবারের মধ্যে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় কম্বল বিতরণ করেন ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা। সেখানে যেতে ফরিদপুর শহর থেকে ৩৫ কিলোমিটার সড়কপথ এবং ৫ কিলোমিটার নদীপথ ট্রলারে পাড়ি দিতে হয়। এই সফরের অভিজ্ঞতা নিয়ে বন্ধুদের ভ্রমণকাহিনি লিখতে উৎসাহ দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। অনেক বন্ধু লেখা জমা দেন। সেখান থেকে মিঠুন দাসের লেখাটি সেরা নির্বাচিত হয়।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে মিঠুন দাস বলেন, ‘পুরস্কার একটা কাজের স্বীকৃতি। এটা পেতে সবারই ভালো লাগে। আমি সত্যিই অভিভূত, আনন্দিত।’ তিনি আরও বলেন,‘শিল্প–সাহিত্যের বিকাশ, ভেতরের প্রতিভা ফুটিয়ে তোলা এবং নতুন কিছু জানা-বোঝার জন্য বন্ধুসভা একটা ভরসার ঠিকানা।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা যখন কম্বল বিতরণ করে ফরিদপুরে আসেন, তখন তাঁরা নিজেদের মধ্যে যাওয়া-আসার অভিজ্ঞতা নিয়ে গল্প করছিলেন। সেই থেকে আমার মনে হলো, তাঁরা এটা নিয়ে একটি ভ্রমণসাহিত্য রচনা করতে পারেন।’

প্রবীর কান্তি বালা বলেন, ‘বন্ধুদের লেখার মধ্যে মিঠুনের লেখা ছিল আলাদা। বাক্যের গঠন, ঘটনার বর্ণনা ও সূক্ষ্ম বিষয়কেও নিখুঁতভাবে তুলে আনার মুনশিয়ানা ছিল বলেই তাঁকে পুরস্কৃত করা।’

পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বন্ধুসভার বন্ধু মানিক কুন্ডু, জহির হোসেন, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, সুব্রত পাল, শুভ বিশ্বাস ও সজীব দত্ত।

সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা