পাঠচক্রে জহির রায়হানের চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফোয়ারা চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

‘জীবন থেকে নেয়া’ জহির রায়হান পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। মুক্তি পায় ১৯৭০ সালের ১০ এপ্রিল। আইয়ুব খানের পতনের পরে তখন শুরু হয় ইয়াহিয়া খানের শাসন। সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেন প্রমুখ। এই চলচ্চিত্রে ‘আমার সোনার বাংলা’ গানটি চিত্রায়িত হয়েছিল; যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে। এ ছাড়া কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহ কবাট’ এই সিনেমায় ব্যবহার করা হয়েছে।

পাঠচক্রে ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটি নিয়ে আলোচনা করেন নাজমুল হাসান, ইফাদ হাসান, তানজীব সারোয়ার, খাদিজাতুল কোবরা, রাদিয়া তাহিয়াত, আনমুন জেসমিন ও রিফাত হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মোশাররফ খান, রিফাত হোসেন, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি সাফিন উজ জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইমরান। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইয়াসির আরাফাত।

পাঠচক্র শেষে নির্ধারিত চলচ্চিত্রের ওপর কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ভাঁজপত্র ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচনের মাধ্যমে আয়োজনের ইতি ঘটে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা