সিরাজগঞ্জ বন্ধুসভার ফল উৎসব

সিরাজগঞ্জ বন্ধুসভার ফল উৎসবছবি: বন্ধুসভা

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। সিরাজগঞ্জ বন্ধুসভা বন্ধুদের মধ্যে টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে আয়োজন করেছে মৌসুমি ফল উৎসব। ১২ জুলাই বিকেলে শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগনসহ বাহারি ও নানা স্বাদের ফলের সমারোহ ছিল উৎসবে।

সভাপতি প্রদিপ সাহা বলেন, ‘প্রতিবছরের মতো সিরাজগঞ্জ বন্ধুসভা মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। এ মাসকে সবাই মিলে উদ্‌যাপন করছি, যা আনন্দদায়ক ও স্মরণীয়। আমরা বিশ্বাস করি, সিরাজগঞ্জ বন্ধুসভা তার উৎসবমুখর ধারাবাহিকতা সুন্দরভাবে ধরে রাখবে।’

উৎসবে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান, মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক নয়ন খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রচার সম্পাদক মুনতাহা মুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রুহুল খান, সাংস্কৃতিক সম্পাদক আশীষ বিপ্লব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মরিয়ম খানম, আমিনা খাতুনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা