‘একাত্তরের অগ্নিকন্যা’ বই নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
সাইদুজ্জামান রওশন ও তুষার আব্দুল্লাহ রচিত ‘একাত্তরের অগ্নিকন্যা’ বই নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৬ জুলাই বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বই আলোচনায় সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘একাত্তরের অগ্নিকন্যা’ বইটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারীদের অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগের প্রামাণ্য দলিল। লেখক সাইদুজ্জামান রওশন ও তুষার আব্দুল্লাহ এই বইয়ে তারামন বেগম, মতিয়া চৌধুরী, বেগম মুশতরী শফিসহ ১৮ নারীর বীরত্বগাথা তুলে ধরেছেন। এসব বীর নারী মুক্তিযোদ্ধার জীবনের বাস্তব গল্প এখানে তুলে ধরা হয়েছে। তাঁদের জীবনের সাহসিকতা আজকের প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধু পুরুষ নয়, অনেক সাহসী নারীও অস্ত্র হাতে যুদ্ধ করেছেন; কেউ খবর আদান-প্রদানে, কেউ সেবায়, কেউ-বা গুপ্তচরের ভূমিকায় অবদান রেখেছেন। অনেকেই পাকিস্তানি বাহিনীর হাতে নিপীড়িত হয়েছেন, কিন্তু নত হননি। এঁদের কেউ পেয়েছেন বীর প্রতীক খেতাব, কেউ আবার শহীদ হয়েছেন জাতির জন্য।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, বন্ধু সাজ্জাদসহ অন্যরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা