জ্যাক লন্ডনের ‘শ্রেষ্ঠ গল্প’ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

জ্যাক লন্ডনের ‘শ্রেষ্ঠ গল্প’ বই নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। গত ৩১ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বইটি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা কবি আয়েশ উদ্দীন। তিনি ‘একটি আগুন জ্বালাতে’ ও ‘জীবনের প্রতি ভালোবাসা’—এই দুটি গল্প নিয়ে পাঠ উপস্থাপন করে বলেন, ‘“একটি আগুন জ্বালাতে” জ্যাক লন্ডনের অন্যতম সেরা ছোটগল্প, যা প্রকৃতির বিরুদ্ধে মানুষের সংগ্রামকে তুলে ধরে। গল্পটি একজন নামহীন ব্যক্তির যাত্রা নিয়ে, যে ইয়ুকনের ভয়ংকর ঠান্ডায় একা পথে বের হয়। তার সঙ্গী শুধু একটি কুকুর। সে সতর্কতাকে উপেক্ষা করে যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঠান্ডার প্রকৃত শক্তি সে বুঝতে পারে না। পথে সে দুর্ঘটনাবশত বরফের নিচে থাকা পানিতে পড়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে আগুন জ্বালানোর চেষ্টা করে। প্রচণ্ড ঠান্ডায় তার হাত অসাড় হয়ে পড়ে এবং সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আগুন জ্বালাতে না পারার কারণে ঠান্ডায় জমে মারা যায়। আর তার কুকুরটি তাকে ফেলে অন্য মানুষের খোঁজে চলে যায়।’

আয়েশ উদ্দীন আরও বলেন, ‘গল্পটি মানুষের অহংকার বনাম প্রকৃতির শক্তি, অভিজ্ঞতার গুরুত্ব ও প্রতিকূল পরিস্থিতিতে বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা তুলে ধরে। এটি দেখায় যে প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র। বেঁচে থাকার জন্য শুধু আত্মবিশ্বাস যথেষ্ট নয়, অভিজ্ঞতা ও জ্ঞানও প্রয়োজন।’

অপর গল্পটি সম্পর্কে আয়েশ উদ্দীন বলেন, ‘“জীবনের প্রতি ভালোবাসা” জ্যাক লন্ডনের অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্প, যেখানে প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অদম্য লড়াই চিত্রিত হয়েছে। একজন নামহীন স্বর্ণ অনুসন্ধানকারী, যে তার সঙ্গীর সঙ্গে দুর্গম উত্তর মেরুর পথে যাত্রা করে। কিন্তু খাবার ও শক্তির অভাবে তারা দুর্বল হয়ে পড়ে। তার সঙ্গী তাকে ছেড়ে চলে যায়। অন্যদিকে সে একাই বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। ক্ষুধার তাড়নায় গাছের শিকড়, ছোট প্রাণী, এমনকি কাঁচা মাছও খায়। সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়, যখন একটি ক্ষুধার্ত নেকড়ে তাকে অনুসরণ করতে থাকে। দুর্বল শরীরেও সে শেষ শক্তি দিয়ে নেকড়ের সঙ্গে লড়াই করে এবং জয়ী হয়। অবশেষে একদল জাহাজযাত্রী তাকে উদ্ধার করে এবং সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে।’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র

আয়েশ উদ্দীন আরও বলেন, ‘গল্পটি দেখায় প্রকৃতি কতটা নির্মম হতে পারে, আর জীবন কতটা মূল্যবান। জন লন্ডন এখানে মানুষের আত্মশক্তি ও বেঁচে থাকার ইচ্ছাকে অবিস্মরণীয়ভাবে তুলে ধরেছেন।’

পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, সংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ, দপ্তর সম্পাদক মেঘলা খাতুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাকিব ইসলাম, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, শাকিল ইসলাম, বন্ধু আসেফ উৎস, মুসফিক মাহদি, সৈয়দ আমিরুল মোমেনীনসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা