শরৎচন্দ্রের ‘বিন্দুর ছেলে’ নিয়ে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর রচনা বরাবরই পাঠকের হৃদয়স্পর্শী। বিন্দুর ছেলে উপন্যাসে যাদব ও মাধব একই মায়ের পেটের ভাই নয়, তবু তাদের মধ্যে অসম্ভব মিল। বড় ভাই যাদব ও ভাইয়ের বউ বেশ যত্ন করে এত অভাব–অনটনের মধ্যেও মাধবকে আইন পাস করিয়েছে। তারপর মাধবের জন্য তারাই পছন্দ করে ঘরের বউ করে নিয়ে এল বিন্দুবাসিনীকে। বিয়ের কিছুদিন পর দেখা গেল, জমিদারকন্যা বিন্দুবাসিনী অনেক অভিমানী। সামান্য কিছু হলেই মূর্ছা যাওয়া তার স্বভাব। অন্নপূর্ণা কখনো ছোট বউয়ের কথা বা আচরণে কষ্ট পেলেও তা মনে পুষে রাখেনি। বিন্দুর মন সে খুব ভালো করেই বুঝত। সে জানত, বিন্দু অভিমানী হলেও ভাশুরকে কতটা ভালোবাসে, নিজের ভাইয়ের মতোই সম্মান করে।

পরবর্তী সময়ে অন্নপূর্ণা নিজের সন্তান লালনপালনের দায়িত্ব দেয় বিন্দুকে। বিন্দুও অমূল্যকে নিজের সন্তানের মতোই আদর-যত্ন ও স্নেহ দিয়ে বড় করতে লাগে। ছেলের কোনোরকম সমস্যা কিংবা অসুবিধার ভয়ে সব সময় আগলে রাখত; কিন্তু সংসারের কিছু ভুল–বোঝাবুঝির দরুন একসময় অমূল্য ও বিন্দুর মধ্যে দূরত্ব বেড়ে যায়; দুই পরিবারের মধ্যেও সৃষ্টি হয় দূরত্ব। আর তখনই মায়ের অন্তরে সন্তানের জন্য দহন স্পষ্ট হয়ে ওঠে।

জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

২৯ অক্টোবর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিন্দুর ছেলে’ উপন্যাসটি নিয়ে পাঠের আসর করেছে নোয়াখালী বন্ধুসভা। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফরিনা আনিকা।

বইটি নিয়ে আলোচনা করেন প্রচার সম্পাদক সানি তামজিদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাহিদা ইসলাম, সাধারণ সম্পাদক উম্মে ফারহিন ও কার্যনির্বাহী সদস্য নয়ন চন্দ্র কুরী। আলোচনার একপর্যায়ে বন্ধুদের জন্য প্রশ্নোত্তর ও কুইজ পর্বের আয়োজন করা হয়।

উপদেষ্টা সুমন নুর বলেন, ‘শরৎচন্দ্রের অনেক রচনাই আমার পড়া হয়েছে ইতিপূর্বে। আর আজকের আলোচনায় যে গল্পটি এসেছে “বিন্দুর ছেলে”, তা–ও আমার অনেক আগেই পড়া হয়ে গেছে। আজ বন্ধুদের এমন একটি হৃদয়গ্রাহী গল্প নিয়ে পাঠচক্র করতে দেখে খুব ভালো লাগছে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, সহসাংগঠনিক সম্পাদক তাজকির হোসেন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আরাফাত শিহাবসহ অনেকে।

সহসাংগঠনিক সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা