ক্যারিয়ার অ্যান্ড লিডারশিপ টক

কর্মশালা শেষে আলোচকদের সঙ্গে অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

‘নেতৃত্বের ছোট ছোট অনুশীলন একজন মানুষকে দক্ষ নেতা হিসেবে গড়ে তোলে। এসব বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কার্যক্রম একটি সিভিকেও সমৃদ্ধ করে। মনে রাখতে হবে, একজন দক্ষ নেতা হতে হলে প্রয়োজন ভালো কর্মী হওয়ার মনোভাব পোষণ করা। ক্যারিয়ার বেছে নেওয়ার জন্য নিজেকে জানার বিকল্প নেই।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত ‘ক্যারিয়ার অ্যান্ড লিডারশিপ টক’ কর্মশালায় এসে এসব কথা বলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান পলাশ।

গত ২১ নভেম্বর, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়া অর্ধশতাধিক শিক্ষার্থীও অংশ নেন। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল।

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তাঁদের ক্যারিয়ার কোন দিকে ধাবিত করবেন বা লক্ষ্যে পৌঁছানো নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকেন। সেটি থেকে যেন তাঁরা বেরিয়ে আসতে পারেন, এমন ভাবনা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই উদ্যোগ। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা আলোচকদের কাছে তুলে ধরেন। ক্যারিয়ার লক্ষ্য, সিভি তৈরির পদ্ধতি, নেতৃত্ব প্রদানের কৌশল, নেতৃত্ব অনুশীলনের গুরুত্ব, আলোকিত মানুষ হওয়ার প্রয়োজনীয়তাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন
ছবি: বন্ধুসভা

মাসুদ রানা বলেন, ‘ব্যক্তিগত যোগাযোগদক্ষতার উন্নতি যে করতে পারবেন সে সব প্রতিবন্ধকতা জয় করতে পারবে। এ জন্য বন্ধু তৈরির বিকল্প নেই। আলোকিত মানুষ হতে হলে অন্যের জন্য নিঃস্বার্থ উপকার করারও বিকল্প নেই।’ নাহিদুল ইসলাম বলেন, ‘ক্যারিয়ারে যে যা–ই হও না কেন, প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রচুর বই পড়তে হবে।’

সব শেষে আলোচকদের শুভেচ্ছা উপহার হিসেবে বই প্রদান করা হয়। একই সঙ্গে সক্রিয় কার্যক্রমের ভিত্তিতে ৯ সেরা বন্ধুকেও দেওয়া হয়েছে বই। তাঁরা হলেন রকিব মণ্ডল, কামরুন্নাহার সাদিয়া, সুবেশ চাকমা, প্রিয়াঙ্কা চাকমা, রেনেসাঁ চাকমা, সাব্বির মিয়া, তানজিনা ইসলাম, রোমান হোসাইন ও সুমন আহমেদ। বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নওসাদ আল সাইম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বইমেলা সম্পাদক সাকিবুল হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তকিব হাসান, সামিউল ইসলাম প্রমুখ।

সভাপতি, জাককানইবি বন্ধুসভা