চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফফাত জাহান। বই পড়তে ভালোবাসেন। চবি বন্ধুসভার বই বিনিময় উৎসবে তিনি ১৮টি বই বিনিময় করেছেন। ইফফাত জাহান বলেন, ‘বই বিনিময় উৎসবে অংশগ্রহণ করা একটি বিশেষ অভিজ্ঞতা। এটি শুধু বইয়ের আদান-প্রদান নয়, বরং বিভিন্ন মানুষের সঙ্গে বইয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞানের ভাগাভাগি করার একটি সুযোগ। বই বিনিময়ের মাধ্যমে নতুন বই আবিষ্কার করতে পারি, যা হয়তো আগে জানতাম না। তা ছাড়া অন্যদের সঙ্গে বই নিয়ে আলোচনা এবং তাদের পছন্দের বই সম্পর্কে জানার মাধ্যমে দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়। সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য বন্ধুসভাকে অসংখ্য ধন্যবাদ।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চবি বন্ধুসভা আয়োজন করেছে বই বিনিময় উৎসব। ‘বই বিনিময়ে জ্ঞানের প্রসার’ প্রতিপাদ্যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবে উপন্যাস, জীবনী, ছোটগল্প, কবিতা, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, কথাসাহিত্য, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন একাডেমিক বইসহ অন্তত এক হাজার বই বিনিময় হয়েছে। যেখানে একজন পাঠক তার পঠিত বইটি রেখে অন্য বই বিনিময় করার সুযোগ পান।
এর আগে গত এক সপ্তাহ ধরে বন্ধুসভার স্বেচ্ছাসেবী দল শিক্ষার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করেছেন প্রায় এক হাজার। সকাল ১০টা হতে শহীদ মিনার চত্বরে বই গ্রহণ ও সাজানো শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন চবি বন্ধুসভার সভাপতি মো. তাকিত মল্লিক।
শিক্ষার্থী সাজনা রহমান বই বিনিময় করতে এসে বলেন, ‘ছোট থেকেই বই পড়তে ভালো লাগে। তাই আমার কাছে থাকা বই পড়া শেষে নতুন বই পড়ার আগ্রহ থেকে বই বিনিময় করতে এসেছি। এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয় এবং আমাদের মতো পাঠকেরা খুব উপকৃত হয়।’
চবি বন্ধুসভার সাধারণ সম্পাদক আলী আকরাম বলেন, ‘অর্থ ব্যয় করে নতুন বই কেনার চেয়ে পুরোনো বই বিনিময়ের এই উৎসব পাঠের অভ্যাস বাড়াবে।’
উৎসবে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন বন্ধু সুদীপ চাকমা, রওশন আরা রব রাহি, আলী আকরাম, জয় দেব রায়, সাজিদ আনোয়ার, অনিক সরকার, মনোরঞ্জন রায়, ফাহমিদা ফিমা, আতিকুর রহমান, রাবিনা ফেরদৌসী, বিনয় সূত্রধর, মারিয়া আলম, তাসলিমা আক্তার, প্রমিতা ত্রিপুরা, রিপা সাহা, তাবাসসুম কায়সারসহ অন্যান্য বন্ধুরা।
প্রচার সম্পাদক, চবি বন্ধুসভা