মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে উত্তম কাজ আর নেই

বশেমুরবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে অসহায়দের জন্য নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
ছবি: বন্ধুসভা

স্বামীহারা বৃদ্ধা জামিলা বেগম (৫৭) গোপালগঞ্জ শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রোজা রেখে ঘুরে বেড়ান। কখনো কেউ সাহায্য করলে খুবই সামান্য পরিমাণে বাজার করতে পারেন। এ রকম ঘটনা শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা ওনাকে ঈদের বাজার কিনে দেন।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আওতায় বশেমুরবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ৫ এপ্রিল বিকেলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে জামিলা বেগমের মতো এমন সুবিধাবঞ্চিত, অন্ধ, দুস্থ, গরীব, অসহায় মানুষের ২০টি পরিবারের মধ্যে নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বয়স্কদের উপহার দেওয়া হয়েছে মোলায়েম সুতি কাপড়ের লুঙ্গি-গেঞ্জি। প্রতিটি পরিবারের জন্য খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ডাল, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ রসুন ও আলু।

অসহায় মানুষের ২০টি পরিবারের মধ্যে নতুন পোশাক ও ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এই বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ, বশেমুরবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা তন্বী সাহা, সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক আল মামুনসহ অন্য বন্ধুরা।

মাহমুদুল হাসান বলেন, ‘সবার মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে উত্তম কাজ আর নেই। প্রতিবছর বন্ধুসভার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’