ঈদের খুশি ছড়াল সিরাজগঞ্জ বন্ধুসভা

সিরাজগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

পবিত্র রমজানের একটি মাস সংযমের পর ঈদ নিয়ে আসে ঘরে ঘরে খুশির বার্তা। কিন্তু সবার ঘরে সেই আনন্দ পৌঁছায় না। বিশেষ করে সমাজের নিম্ন আয়ের পরিবারের শিশুরা এই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মধ্যেও ঈদের খুশি ছড়িয়ে দিতে সারা দেশে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রম করছে প্রথম আলো বন্ধুসভা। এরই অংশ হিসেবে ২৬ মার্চ শিশুদের রঙিন জামা ও অসচ্ছল পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভা।

উপদেষ্টা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এ কর্মসূচি পালন করা হয়। উপহার পেয়ে খুশি পরিবারগুলো। হামিদুর ইসলাম নামের একজন বলেন, ‘আপনারা আমার অনেক উপকার করলেন। আমার বাড়িতে আজকের বাজার নাই, দিন আনি দিন খাই, ঈদের বাজার পামু কই। আল্লাহ আপনাদের ভালো করুক। আপনাদের অসিলায় ঈদের দিন ভালো খেতে পারব।’

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা, সাবেক সভাপতি রাসেল সেখ, সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম সেখ, সহসাংগঠনিক সম্পাদক সাথী খাতুন, প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মারুফা খাতুনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা